Proceedings of 24th AGM
সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর
২৪ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী
তারিখঃ ২০ মে, ২০২২ খ্রিঃ
সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর ২৪ তম বার্ষিক সাধারণ সভা ২২ মার্চ ২০১৯, শুক্রবার সন্ধ্যা ৬.০০ ঘটিকায়, সোনারগাঁও রয়েল রিসোর্ট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ -এ অনুষ্ঠিত হয়। সভায় সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ রায়হান হোসেন সভাপতিত্ব করেন। সভাপতি সহ নিম্নোক্ত ৫০ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে সভা সূচনা করেন।
উপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকা:
- ডাঃ এম.এ.করিম
- ডাঃ নূরুন নাহার
- ডাঃ সানোয়ার হোসেন
- ডাঃ অশোক কুমার পাল
- ড. আনোয়ার উল আজিম
- ডাঃ এম. এফ. কবির
- ডাঃ শংকর কুমার বিশ্বাস
- ডাঃ মোঃ আবু বক্কর সিদ্দিক
- ডাঃ হাফিজুর রহমান
- ডাঃ ফওজিয়া মোসলেম
- ডাঃ রুবিনা বেগম
- ডাঃ ফরিদুল আলম
- ডাঃ কামরুন নাহার
- ডাঃ আজমল কবীর সরকার
- জনাব মোঃ নাহিদ হোসেন
- ডাঃ সিমুন সালেকীন
- ডাঃ মোঃ মোশারফ হোসেন
- ডাঃ মোস্তফা শামীম আহসান
- ডাঃ শামীম মমতাজ ফেরদৌসী বেগম
- ডাঃ ফারিয়া নাসরিন
- ড. নুরুল ইসলাম
- ডাঃ মিজানুল হাসান
- ডাঃ জেসমিন আরা হক
- ডাঃ শারমিন কুদ্দুস
- ডাঃ জেসমিন ফেরদৌস
- ডাঃ সাদিয়া সুলতানা
- ডাঃ এম. এ. ওয়াহাব
- ডাঃ উরনাস ইসলাম
- ডাঃ শামরুখ খান
- ডাঃ সাদিয়া সালাম
- ডাঃ হোসনে আরা রহমান
- ডাঃ জীনাত জাবিন
- ডাঃ রওনাক আফরিন
- ডাঃ তানিয়া সুলতানা
- ডাঃ শায়লা শারমিন
- ডাঃ তপতি মণ্ডল
- ডাঃ রিয়াজুল ইসলাম
- ডাঃ লুৎফুন নিসা
- ডাঃ সাহানা আফরোজ
- ডাঃ ফাতেমা সুলতানা হক
- ডাঃ ফজলুল বারী
- ফেরদৌসি বেগম
- ডাঃ রাহিমা পারভিন
- ডাঃ শারমিন রেজা
- ডাঃ নাফিসা জাহান
- ডাঃ গাজী আবুল হোসেন
- ডাঃ রতন কুমার চক্রবর্তী
- ডাঃ নাসরিন বেগম
- ডাঃ নাসরিন সুলতানা
এরপর সভাপতি মহোদয় সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ ফারিয়া নাসরিনকে সোসাইটির ২৪তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি পাঠ করার জন্য অনুরোধ করে। উপস্থিত সদস্যবৃন্দ নোটিশটি পঠিত হয়েছে বলে গণ্য করার জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ করলে নোটিশটি পঠিত হিসেবে গণ্য হয়। অতঃপর সভাপতি মহোদয় আলোচ্যসূচী অনুযায়ী বার্ষিক সাধারণ সভার কাজ শুরু করেন।
আলোচ্যসূচী-১
“সোসাইটির 2৩তম বার্ষিক সাধারণ সভার (২০১৮) কার্যবিবরণী নিশ্চিতকরণ”- ডাঃ ফারিয়া নাসরিন,সাধারণ সম্পাদক ২৩তম সভার কার্যবিবরণী পাঠ করেন। সভার কার্যবিবরণী পড়ে শোনানোর পর কিছু সংশোধনীর সুপারিশ করা হয়। সংশোধনীর পর সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি-না তা সোসাইটির সভাপতি মহোদয় সদস্যবৃন্দের কাছে জানতে চান এবং কার্যবিবরণীটি অতঃপর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
আলোচ্যসূচী-২
“বার্ষিক প্রতিবেদন পেশকরন”
সোসাইটির বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক ডাঃফারিয়া নাসরিন।
বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনা– প্রথমেই অধ্যাপক ডাঃফরিদুল আলম বিগত বছরের বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন প্রথমবারের মত Booklet আকারে প্রকাশ করার জন্য সোসাইটিকে ধন্যবাদ দেন।
ডাঃ মিজানুল হাসান Bangladesh Journal of Nuclear Medicine এর doi(digital object identifier) যুক্ত হওয়ার জন্য publication secretary ডাঃ ফাতিমা বেগম কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অধ্যাপক ডাঃ এম.এ. করীম ও অধ্যাপক ডাঃ ফরিদুল আলম সোসাইটির ২৫ তম সম্মেলন এর বিষয়ে আলোকপাত করেন। এ প্রসঙ্গে সভাপতি বলেন যে বাংলাদেশ 15th ICRT host করবে এবং সোসাইটির ২৫তম সম্মেলন এর সাথে যুক্ত থাকবে। এ প্রসঙ্গে সভাপতি বলেন যে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি সকলকে তাদের WARMTH membership নবায়ন করতে এবং নতুন সদস্য পদ বাড়ানোর জন্য অনুরোধ করেন।
অধ্যাপক ডাঃমিজানুল হাসান, সাধারণ সম্পাদককে তাঁর বক্তব্যের জন্য ধন্যবাদ জানান
আলোচ্যসূচী-৩
“কোষাধ্যক্ষের রিপোর্ট”
বর্তমান বছরের হিসাব কোষাধ্যক্ষ নাহিদ হোসেন পেশ করেন। কোষাধ্যক্ষের হিসাব রিপোর্টটি কিছু সংশোধনসহ সর্বসম্মতিক্রমে পাস করা হয়। আগামী বছরের জন্য proposed budget করার প্রস্তাব করা হয়।
আলোচ্যসূচী- ৪ নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন (২০১৯-২০২০)
কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০২০ টার্মের নূতন কমিটি নির্বাচন করা হয়। ডাঃ রায়হান হোসেনকে সভাপতি ও ডাঃ ফারিয়া নাসরিনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাংঙ্গ কমিটি নির্বাচন করা হয়।
আলোচ্যসূচী– ৫ “বিবিধ”
বিবিধ আলোচনায় ডাঃ আজমল কবীর সোসাইটির জার্নালের ছবিগুলো coloured করার প্রস্তাব করেন এবং Journal notification alert বিষয়ে আলোকপাত করেন।
আলোচ্যসূচী-6
সর্বশেষে সভাপতি বিগত বছরের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। সভাপতি, নবনির্বাচিত পরিষদ তাঁদের টার্মে সুষ্ঠভাবে সোসাইটির কার্যক্রম পরিচালনা করবে এই প্রত্যাশা রেখে এবং সোসাইটির সদস্যদের সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।
(ডাঃ ফারিয়া নাসরিন)
সাধারণ সম্পাদক
সোসাইটি অব্ নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ