AGM Minutes

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর ২৩ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী

তারখিঃ ২২ র্মাচ ২০১৯ খ্রিঃ

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর ২৩ তম বার্ষিক সাধারণ সভা ১৫ ফ্রেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় Hotel City Inn, খুলনাতে অনুষ্ঠিত হয়। সভায় সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ রায়হান হোসেন সভাপতিত্ব করেন। সভাপতিসহ নিম্নোক্ত ৪২ জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভাপতি মহোদয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে সভা সূচনা করেন।

উপস্থিত সদস্যবৃন্দের নামের তালিকা:
            ০১.    ডাঃ এম.এ.করিম
            ০২.    ডাঃ নূরুন নাহার
            ০৩.    ডাঃ সানোয়ার হোসেন
            ০৪.    ডাঃ অশোক কুমার পাল
            ০৫.    ডাঃ শঙ্কর কুমার দে
            ০৬.    ডাঃ নাসরিন বেগম
            ০৭.    ডাঃ শংকর কুমার বিশ্বাস
            ০৮.    ডাঃ মোঃ আবু বক্কর সিদ্দিক
            ০৯.    ডাঃ এম.এস.আলম প্রিন্স
            ১০.    ডাঃ ফওজিয়া মোসলেম
            ১১.    ডাঃ রুবিনা বেগম
            ১২.    ডাঃ ফরিদুল আলম
            ১৩.    ডাঃ কামরুন নাহার
            ১৪.    ডাঃ আজমল কবীর সরকার
            ১৫.    জনাব মোঃ নাহিদ হোসেন
            ১৬.    ডাঃ সিমুন সালেকীন
            ১৭.    ডাঃ মোঃ মোশারফ হোসেন
            ১৮.    জনাব মোঃ শরিফুল ইসলাম চৌধুরী
            ১৯.    ডাঃ মোস্তফা শামীম আহসান
            ২০.    ডাঃ শামীম মমতাজ ফেরদৌসী বেগম
            ২১.    ডাঃ ফারিয়া নাসরিন
            ২২.    ড. নুরুল ইসলাম
            ২৩.    ডাঃ মিজানুল হাসান
            ২৪.    ডাঃ জেসমিন আরা হক
            ২৫.    ডাঃ গাজী আবুল হোসেন
            ২৬.    ডাঃ পারভেজ আহমেদ
            ২৭.    মোঃ শরিফুল ইসলাম চৌধুরী
            ২৮.    ডাঃ তাসনিয়া কাওসার কনিকা
            ২৯.    ডাঃ শারমিন রহমান
            ৩০.    ডাঃ রওশন আরা
            ৩১.    ডাঃ ঝর্ণা দাস
            ৩২.    ডাঃ হোসনে আরা রহমান
            ৩৩.    ডাঃ নাফিসা জাহান
            ৩৪.    ডাঃ রতন কুমার চক্রবর্তী
            ৩৫.    ডাঃ মোঃ আব্দুল আওয়াল
            ৩৬.    ডাঃ তন্ময় রেজা মাসুম
            ৩৭.    ডাঃ আতিয়া এইচ জাহান
            ৩৮.    ডাঃ অমরদ্বীপ চৌধুরী
            ৩৯.    ডাঃ লুৎফুন নিসা
            ৪০.    ডাঃ রায়হান হোসেন
            ৪১.    ডাঃ ফাতেমা সুলতানা হক
            ৪২.    ডাঃ তামজিদ ইশতিয়াম

এরপর সভাপতি মহোদয় সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ ফারিয়া নাসরিনকে সোসাইটির ২৩তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি পাঠ করার জন্য অনুরোধ করেন। উপস্থিত সদস্যবৃন্দ নোটিশটি পঠিত হয়েছে বলে গণ্য করার জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ করলে নোটিশটি পঠিত হিসেবে গণ্য হয়। অতঃপর সভাপতি মহোদয় আলোচ্যসূচী অনুযায়ী বার্ষিক সাধারণ সভার কাজ শুরু করেন।

আলোচ্যসূচী-১
সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ এর ২৩ তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম শুরুর প্রারম্ভে সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ইনমাস রাজশাহী এর পরিচালক ডাঃ কবিরুজ্জামান শাহ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া তাঁর স্মরণে সাধারণ সম্পাদক একটি power point presentation উপস্থাপন করেন।

আলোচ্যসূচী-২
“সোসাইটির ২২তম বার্ষিক সাধারণ সভার (২০১৭) কার্যবিবরণী নিশ্চিতকরণ”- ডাঃ ফারিয়া নাসরিন, সাধারণ সম্পাদক ২২তম সভার কার্যবিবরণী পাঠ করেন। সভার কার্যবিবরণী পড়ে শোনানোর পর কিছু সংশোধনীর সুপারিশ করা হয়। সংশোধনীর পর সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি-না তা সোসাইটির সভাপতি মহোদয় সদস্যবৃন্দের কাছে জানতে চান এবং কার্যবিবরণীটি অতঃপর সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আলোচ্যসূচী-৩
“বার্ষিক প্রতিবেদন পেশকরন”
সোসাইটির বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক ডাঃ ফারিয়া নাসরিন।
বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনা–প্রথমেই অধ্যাপক ডাঃ এম.এ. করীম বিগত বছরে সোসাইটির বিবিধ গঠনমূলক কার্যক্রমের জন্য সোসাইটিকে ধন্যবাদ দেন।
ডাঃ এম.এ. করীম ও অধ্যাপক ফরিদুল আলম সোসাইটির ২৫ তম সম্মেলন এর বিষয়ে আলোকপাত করেন। এ প্রসঙ্গে সভাপতি বলেন যে ২৫তম সম্মেলন আন্তর্জাতিক হওয়ার কারণে ঢাকায় অনুষ্ঠিত হবে যদিও ২০২০ সনের সম্মেলন ঢাকার বাইরে অনুষ্ঠিত হওয়ার কথা।

অধ্যাপক মিজানুল হাসান, সাধারণ সম্পাদককে তাঁর বক্তব্যের জন্য ধন্যবাদ জানান এবং এবং AGM এর প্রতিবেদন সমূহ Booklet আকারে প্রকাশ করার প্রস্তাব রাখেন। এছাড়া তিনি আগামী বছর সোসাইটির অডিট Law firm দিয়ে করার প্রস্তাব দেন।

আলোচ্যসূচী-৪

“কোষাধ্যক্ষের রিপোর্ট”
বর্তমান বছরের হিসাব কোষাধ্যক্ষ নাহিদ হোসেন পেশ করেন। কোষাধ্যক্ষের হিসাব রিপোর্টটি কিছু সংশোধনসহ সর্বসম্মতিক্রমে পাস করা হয়।

অধ্যাপক ফওজিয়া মোসলেম FDR- এর পরিমাণ বাড়ানোর জন্য প্রস্তাব করেন। এই প্রেক্ষিতে সভার সদস্যরা বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা শেষে FDR এর পরিমাণ আগামী বছর আরও ১০ লক্ষ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়।

আলোচ্যসূচী- ৫
বিবিধ

বিবিধ আলোচনায় অধ্যাপক ফরিদুল আলম পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নিউক্লিয়ার মেডিসিনের প্রশাসনিক পুনর্বিন্যাসের অগ্রগতির বিষয়ে জানতে চান। এর উত্তরে সভাপতি সভাকে অবহিত করেন যে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি অনানুষ্ঠানিক আলোচনা ও বিভিন্ন পর্যায়ে মত বিনিময় হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি এবং বিষয়টি নিয়ে আরো বিশদ ভাবনার প্রয়োজন আছে।

আলোচ্যসূচী-৬
সর্বশেষে সভাপতি বিগত বছরের কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং সোসাইটির সদস্যদের সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

(ডাঃ ফারিয়া নাসরিন)
সাধারণ সম্পাদক
সোসাইটি অব্ নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ